কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
Solution
Correct Answer: Option C
শুধু গণিতে পাশ করে (৮০-৬০ )%=২০%
শুধু বাংলায় পাশ করে (৭০-৬০ )%=১০%
গণিতে বা বাংলায় অথবা উভয় বিষয়য়েই পাশ করে =(২০+১০+৬০)%=৯০%
∴ উভয় বিষয়য়ে ফেল করে (১০০-৯০)%=১০%