কোন বাক্যে বিরোধ্মূলক অলঙ্কারের প্রয়োগ ঘটেছে?

A মেয়েটি দিন দিন লতার মতো শুকিয়ে যাছে

B বড় যদি হতে চাও ছোট হও তবে

C আপনার ভাগ্যে রাজানুগ্রহ আছে

D মাথার উপর জ্বলিছেন রবি

Solution

Correct Answer: Option B

দুটি পদার্থের আপাত বিরোধকে অবলম্বন করে যে শ্রেণির অলঙ্কার সৃষ্টি হয় তাকে বিরোধ্মূলক অলংকার বলে। যেমন- বড় যদি হতে চাও, ছোট হউ তবে। এখানে 'বড় হওয়া' 'ছোট হওয়া'-এর মধ্যে পার্থক্য থাকলেও প্রকৃত বিরোধ নেই। তাই এটি বিরোধ্মূলক অলংকার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions