কিসের মাধ্যমে যকৃত থেকে নিঃসৃত পিত্তরস পিত্তথলিতে জমা হয়?

A শিরা

B রক্তনালী

C ধমনী

D পিত্তনালি

Solution

Correct Answer: Option D

- যকৃত মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি।
- মধ্যচ্ছদার নিচে পাকস্থলির ডানপাশে গাঢ় বাদামী বর্ণের ত্রিকোণাকার অঙ্গটি হলো যুক্ত।
- যকৃতের সাথে কলস আকৃতির পিত্তথলি সংযুক্ত থাকে।
- যকৃত থেকে নিঃসৃত পিত্তরস পিত্তথলিতে জমা থাকে।
- পিত্তরস ক্ষারীয় গুণসম্পন্ন গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত স্বাদবিশিষ্ট।
- পিত্তনালির মাধ্যমে পিত্তরস যকৃত থেকে ডিওডেনামে আসে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions