বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায়?

A ২৫ টি

B ২৬ টি

C ২৯ টি

D ৩০টি

Solution

Correct Answer: Option C

বিবিএস পরিসংখ্যান -২০১৯ অনুসারে দেশে ৩৫টি জেলায় বনভূমি রয়েছে।
- ২৯ টি জেলায় কোন বনভূমি নাই। 
- বন বিভাগের অধীনে বর্তমানে দেশে মোট ১৫.৭৫ লক্ষ হেক্টর বনভূমি রয়েছে।
- এর মধ্যে ২৯টি জেলায় সংরক্ষিত বনভূমি বিদ্যমান যার মোট আয়তন ১৩.৩৯৯ লক্ষ হেক্টর।
- এর মধ্যে গাজীপুর, নোয়াখালী ও শেরপুরসহ মোট ২৯টি জেলায় সংরক্ষিত বনভূমি রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions