আকাশে সূর্যের দিকে তাকালে এর পৃষ্ঠে মাঝে মাঝে যেসব কালো দাগ দেখা যায়, তাদের কী বলা হয়?
A সৌর ঝড়
B সৌর বৃত্ত
C সৌর কলঙ্ক
D সৌর কিরণ
Solution
Correct Answer: Option C
সৌর কলঙ্ক:
- আকাশে সূর্যের দিকে তাকালে এর পৃষ্ঠে মাঝে মাঝে কালো দাগ দেখা যায়। একে সৌর কলঙ্ক বলে।
- জ্বালানির তারতম্যের কারণে সূর্যের কোন কোন স্থানে তাপমাত্রার তারতম্য ঘটে। যেসব স্থানের তাপমাত্রা এর পার্শ্ববর্তী স্থান হতে কম থাকে, পৃথিবী হতে সে স্থানগুলো কালো দেখায়। এই কালো দাগগুলো সৌর কলঙ্ক (Sun Spots) নামে পরিচিত।
- প্রথম অবস্থায় সৌরকলঙ্ক ২০,০০০ মাইল বা তার চেয়েও বড় হতে পারে। প্রত্যেক ১১ বছরে সৌরকলঙ্কের সংখ্যা বেড়ে কমবেশি ১০০ অবধি হয় এবং সেই সাথে শুরু হয় সৌরঝটিকা।
- গ্যালিলিও সর্বপ্রথম এই সৌর কলঙ্ক সম্পর্কে ধারণা প্রদান করেন। ১৯৭৪ সালে সবচেয়ে বড় সৌরকলঙ্ক দেখা গিয়েছিল।