কত কসমিক ইয়ার আগে মিল্কিওয়ে গ্যালাক্সির জন্ম হয়েছে?

A ৪৪ কসমিক ইয়ার

B ৫১ কসমিক ইয়ার

C ৫৪ কসমিক ইয়ার

D ৬৩ কসমিক ইয়ার

Solution

Correct Answer: Option C

সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সিকে পুরো একবার ঘুরে আসতে যে সময় নেয় সে সময়টিকেই একটি কসমিক ইয়ার (Cosmic Year) বলা হয়। এটি গ্যালাকটিক ইয়ার নামেও পরিচিত। এ সময়সীমা হচ্ছে পৃথিবীর হিসেবে প্রায় ২২৫ মিলিয়ন (২২ কোটি ৫০ লক্ষ) বছরের মত।

কসমিক ইয়ার অনুযায়ী আজ থেকে,

  • প্রায় .৩২ কসমিক ইয়ার আগে বিগ ব্যাং ঘটেছিল অর্থাৎ মহাবিশ্বের জন্ম হয়েছিল।
  •  কসমিক ইয়ার আগে মিল্কিওয়ে গ্যালাক্সির জন্ম।
  • .৪৪ কসমিক ইয়ার আগে সূর্যের জন্ম। অর্থাৎ জন্মের পর প্রায় ২০ বার সূর্য পুরো গ্যালাক্সি ঘুরে এসেছে।
  • . কসমিক ইয়ার আগে পৃথিবীতে প্রাণের স্পন্দন শুরু হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions