পায়োনিয়ার-১০ মহাকাশযান প্রথম কোন গ্রহের ছবি পৃথিবীতে পাঠায়?
Solution
Correct Answer: Option B
- পায়োনিয়ার ১০ মহাকাশযান প্রথম বৃহস্পতি গ্রহের ছবি পৃথিবীতে পাঠায়।
- এটি ১৯৭২ সালে নাসা কর্তৃক উৎক্ষেপিত হয় এবং ১৯৭৩ সালের ডিসেম্বরে বৃহস্পতির কাছাকাছি পৌঁছে প্রথমবারের মতো গ্রহটির ক্লোজ-আপ ছবি পাঠায়।
- এই মিশন বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র, বিকিরণ বলয় এবং গ্রহের উপগ্রহগুলোর তথ্য সংগ্রহ করেছিল।
- পায়োনিয়ার ১০ বৃহস্পতির ছবি পাঠানোর মাধ্যমে সৌরজগতের বাইরের গ্রহগুলো নিয়ে গবেষণার পথপ্রদর্শক হয়ে ওঠে।
সঠিক উত্তর হলো খ) বৃহস্পতি।