মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
A ফেরী আসছে
B উপমহাদেশ
C আরেক ফাল্গুন
D আর্তনাদ
Solution
Correct Answer: Option B
- ''উপমহাদেশ'' কবি আল মাহমুদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
- ফেরী আসছে রনেশ দাশগুপ্ত রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক।
- 'আরেক ফাল্গুন' জহির রায়হান রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
- আর্তনাদ উপন্যাসটি শেখ আজিজুর রহমানের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত।