একটি সামন্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি এবং একটি কর্ণ 24 সে.মি। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

A 12 সে.মি

B 10 সে.মি

C 18 সে.মি

D 5 সে.মি

Solution

Correct Answer: Option D

মনে করি, সামান্তরিকক্ষেত্রের একটি কর্ণ d =24 সে.মি. এবং এর বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h সে.মি.।
⋅. সামান্তরিকক্ষেত্রটির ক্ষেত্রফল = dh বর্গ সে.মি.
প্রশ্নানুসারে,
dh = 120
বা, h=120/d=120/24=5

নির্ণেয় কর্ণের দৈর্ঘ্য 5 সে.মি.।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions