চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?

A ২৫

B ৩৫

C ৪৫

D ৫০

Solution

Correct Answer: Option A

১০০ টাকায় কমে ২০ টাকা
∴ ৭৫০ টাকায় কমবে = (৭৫০ × ২০) / ১০০
         = ১৫০ টাকা

৫ কেজি চালের বর্তমান মূল্য ১৫০ টাকা
১ কেজি চালের বর্তমান মূল্য = ১৫০ / ৫ টাকা
            = ৩০ টাকা

২০% বৃদ্ধিতে
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ৩০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ৩০) / ১২০ টাকা
                = ২৫ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions