বাসাবাড়ি তে সাপের উপদ্রব কমানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি?
Solution
Correct Answer: Option D
- বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো কার্বলিক এসিড (Carbolic Acid)।
- কার্বলিক এসিড, যা ফেনল (Phenol) নামেও পরিচিত, এর একটি তীব্র এবং কটু গন্ধ আছে।
- সাপ এই গন্ধ একেবারেই পছন্দ করে না এবং এর থেকে দূরে থাকে। তাই, বাড়ির আশেপাশে বা যেখানে সাপের আনাগোনা বেশি, সেখানে কার্বলিক এসিড ছিটিয়ে দিলে সাপ সেই এলাকা এড়িয়ে চলে।