পিতার বর্তমান বয়স তার পুত্রের চেয়ে ২৪ বছর বেশি। ৪ বছর পরে পিতার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পুত্রের বর্তমান বয়স কত?
Solution
Correct Answer: Option C
ধরি, পুত্রের বর্তমান বয়স = x বছর
∴ পিতার বর্তমান বয়স = x + 24 বছর
৪ বছর পর:
পুত্রের বয়স = x + 4 বছর
পিতার বয়স = (x + 24) + 4 = x + 28 বছর
শর্তানুসারে:
x + 28 = 2(x + 4)
⇒ x + 28 = 2x + 8
⇒ 28 - 8 = 2x - x
⇒ x= 20