Solution
Correct Answer: Option D
প্রথা বহির্ভূত প্রেম ও নারী পুরুষের সম্পর্ক নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস 'চরিত্রহীন ' (১৯১৭( । পদ্মাবতী অনূদিত গ্রন্থটির রচয়িতা আলাওল ।'ব্যথার দান ' গ্রন্থের রচয়িতা হল কাজী নজরুল ইসলাম । 'উন্নতজীবন গ্রন্থের রচয়িতা হল কাজী নজরুল ইসলাম । ' উন্নতজীবন' গ্রন্থের প্রনেতা ডা লুৎফর রহমান ।