- সবচেয়ে বড় কোষ হল- উটপাখির ডিমের কোষ।
- মানবদেহের সবথেকে বড় (largest) কোষে হল- ডিম্বাণু (Ovum Cell)।
- মানবদেহের সবথেকে দীর্ঘতম (longest)কোষ হল- স্নায়ু কোষ।
- মানুষের শরীরের সব থেকে ছোট (Smallest) কোষের নাম হল male gametes অর্থাৎ শুক্রাণু।
- একটি শুক্রাণুর দৈর্ঘ্য প্রায় ৫০ মাইক্রোমিটার (০.০০৫ মিমি)।