Solution
Correct Answer: Option B
- প্রাণীর শরীরের প্রতিটি অংশে রয়েছে স্নায়ুকোষ দিয়ে গঠিত বিশেষ স্নায়ুতন্ত্র, যা স্পর্শ, তাপ, চাপ ইত্যাদি অনুভব করতে সাহায্য করে।
- চুল আর নখ হলো প্রাণীর শরীরের স্বাভাবিক উপবৃদ্ধি। শরীরের কেবল এই অংশগুলোতেই কোনো স্নায়ুকোষ নেই। চুল ও নখে যে কোষগুলো থাকে তা মৃত। আর তাই চুল বা নখ কাটলে আমরা ব্যথা অনুভব করি না।