Solution
Correct Answer: Option B
- প্রভাতকুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কথাসাহিত্যিক ছিলেন।
- তিনি সাহিত্য রচনার ক্ষেত্রে বিভিন্ন সময়ে ছদ্মনাম ব্যবহার করতেন।
- তার অন্যতম পরিচিত ছদ্মনাম ছিল "শ্রীমতী রাধামণি দেবী"।
- এই ছদ্মনামে তিনি কুন্তলীন পত্রিকার বার্ষিক প্রতিযোগিতায় "পূজার চিঠি" নামে একটি চিঠি লিখে প্রথম পুরস্কার লাভ করেন।
- এছাড়াও, তিনি "শ্রীজানোয়ারচন্দ্র শর্মা" নামেও কিছু রচনা প্রকাশ করেছিলেন।