A ৩০-৪০% মিথান্যাল
B ৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি
C ৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে
D ৩ ভাগ নাইট্রিক এসিড ও ১ ভাগ হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
Solution
Correct Answer: Option C
ভিনেগার এসিটিক এসিডের (CH3COOH) ৬-১০% পানির মিশ্রণে তৈরি | চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে এসিটিক এসিডে পরিণত করা হয়। এটি সাধারণতঃ রান্নাকর্মে ব্যবহৃত হয়। মদ কিংবা আপেলের রস দিয়ে উৎপন্ন এলকোহল, ফলের রস ইত্যাদি জাতীয় তরল পদার্থ সহযোগে ভিনেগার তৈরীতে ব্যবহার করা হয়।