Solution
Correct Answer: Option D
'সর্বহারা ' কাজী নজরুল ইসলামের একটি জীবনীমূলক কাব্য । সর্বহারা কাব্যটি ১৯২৬ সালে প্রকাশিত হয় ।তার জীবনীমূলক কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল চিত্তনামা (১৯২৫) , সর্বহারা (১৯২৬) , ভাঙ্গারগান (১৯২৪) ,ফণীমনসা (১৯২৭) , জিঞ্জির (১৯২৮) , শেষ সওগাত (১৯৫৮) ।