Solution
Correct Answer: Option A
- শ্রীচৈতন্যদেবের জন্মনাম ছিল বিশ্বম্ভর মিশ্র।
- তিনি ১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শচীদেবী।
- শৈশবে তিনি "নিমাই" নামে পরিচিত ছিলেন, কারণ তিনি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন।
- তাঁর গাত্রবর্ণ উজ্জ্বল হওয়ায় তাঁকে "গৌরাঙ্গ" নামেও ডাকা হতো।
- পরবর্তীতে তিনি সন্ন্যাস গ্রহণ করে "শ্রীকৃষ্ণ চৈতন্য" নামে পরিচিত হন।