একটি ঝুড়িতে 8 টি লাল, 10 টি সাদা ও 7 টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেয়া হলো। মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত?

A 3/5

B 8/25

C 10/25

D 5/3

Solution

Correct Answer: Option B

মোট মার্বেল = (লাল + সাদা + কালো) = (৮ + ১০ + ৭) = ২৫ টি।
এখন, আমাদের কাঙ্ক্ষিত ঘটনা হলো একটি লাল মার্বেল তোলা। ঝুড়িতে লাল মার্বেলের সংখ্যা হলো ৮ টি।
কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয়ের সূত্র হলো:
সম্ভাবনা = (কাঙ্ক্ষিত ঘটনার সংখ্যা) / (মোট ঘটনার সংখ্যা)
সুতরাং, লাল মার্বেল পাওয়ার সম্ভাবনা = ৮ / ২৫।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions