Solution
Correct Answer: Option A
নিরক্ষরেখার উভয়দিকে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। এই জলবায়ু ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু বা ক্রান্তীয় উয়-আর্দ্র জলবায়ু নামেও পরিচিত। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল মূলত নিরক্ষরেখা উভয় দিকে ৫° থেকে ১০° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে বিস্তৃত। এই অঞ্চলে বছরে প্রায় ২০০ থেকে ৩০০ দিন বৃষ্টিপাত হয়। নিরক্ষরীয় অঞ্চলের পানি উষ্ণ ও হালকা হয়।