' এ দেশের মাটি চাই মানুষ নয়' উক্তিটি করেন__
Solution
Correct Answer: Option B
ইতিহাস গবেষক অধ্যাপক আবু সাইয়িদ বলেন, বাঙালি জাতিকে ধ্বংস করে দেও, ওই জাতিকে নিঃস্ব ও নির্মূল করে দেও, পরিকল্পিভাবে হত্যা করা হয়েছিল। সে জন্য লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান বলেছিলেন, আমি মানুষ চাই না; মাটি চাই। রাও ফরমান আলী (মেজর জেনারেল রাও ফরমান আলি খান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ১৯৭১-এর সময়কার পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম উচ্চপদস্থ অফিসার) বাংলাদেশের সবুজ শোভনকে লাল কালি দিয়ে তিনি রক্তাক্ত এঁকে দেখালেন তার টেবিলে, এই ডকুমেন্টসটা পাওয়া গিয়েছিল।