মূল মধ্যরেখার মান কত?

A ৮০ ডিগ্রি

B ১৮০ ডিগ্রি

C ০ ডিগ্রি

D ৩০ ডিগ্রি

Solution

Correct Answer: Option C

গ্রীনিচ মান সময় এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ হিসেবে সৌর সময় 0° দ্রাঘিমায় অবস্থিত। এর মাধ্যমে মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব-নিকাশ করা হয়। মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার এ দ্রাঘিমাকে মূল মধ্যরেখা বা গ্রীনিচ মধ্যরেখা নামে অভিহিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions