Solution
Correct Answer: Option D
শুক্র গ্রহকে পৃথিবীর জমজ গ্রহ বলে আখ্যায়িত করা হয় কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আকারে মিল রয়েছে। যেমন- পৃথিবীর ব্যাস ১২,৬৬৭ কিলোমিটার এবং শুক্রের ব্যাস ১২,১০৪ কিলোমিটার। সকালের আকাশে শুক্র গ্রহকে শুকতারা এবং সন্ধ্যার আকাশে শুক্র গ্রহকে সন্ধ্যাতারা বলে ডাকা হয়। এর কোন উপগ্রহ নেই।