পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ?
A অষ্টম
B নবম
C চতুর্থ
D তৃতীয়
Solution
Correct Answer: Option D
- পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।
- সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার ও ব্যাস প্রায় ১২,৬৬৭ কিলোমিটার।
- সূর্য পৃথিবীর চেয়ে প্রায় ১৩ লক্ষ গুণ বড়।