তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?
A হোয়াইট ডোয়ার্ফ
B ব্লাকহোল
C রেড জায়েন্ট
D নাথিংস
Solution
Correct Answer: Option C
লোহিত দানব (ইংরেজি ভাষায়: Red giant) বলতে নিম্ন বা মাঝারি ভরের অতি উজ্জ্বল দানবীয় তারা বোঝায়। তারার বিবর্তনের শেষের দিকে এমন দশার সৃষ্টি হয়। লোহিত দানবরা দেখতে হলুদাভ কমালা রঙের থেকে শুরু করে লাল পর্যন্ত হতে পারে।