A মহাকাশ থেকে আসা এক ঝাঁক উজ্জ্বল বস্তু
B খসে পড়া তারা
C কোন ধূমকেতুর অংশবিশেষ কক্ষপথ হইতে বিচ্যুত বস্তু কনা যা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে ঘর্ষনে জ্বলে উঠে
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
- উল্কা বৃষ্টি হলো একটি মহাজাগতিক ঘটনা।
- যখন পৃথিবী কোনো ধূমকেতুর কক্ষপথ অতিক্রম করে, তখন সেই ধূমকেতু থেকে নির্গত ধূলিকণা ও শিলাখণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।
- বায়ুমণ্ডলে তীব্র বেগে প্রবেশের ফলে এই কণাগুলো বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে এবং আলোর ঝলকানি তৈরি করে।
- এই ঝলকানিগুলোকেই আমরা উল্কা বা 'তারা খসা' হিসেবে দেখতে পাই।
- যখন একই সময়ে অনেকগুলো উল্কা দেখতে পাওয়া যায়, তখন তাকে উল্কা বৃষ্টি (Meteor Shower) বলা হয়।