সম্পূর্ণ চর্যাপদ মুখস্তকারী প্রথম ব্যক্তি কে?
A আনিসুজ্জামান
B সৈয়দ মুহম্মদ শাহেদ
C জাকেরুল ইসলাম কায়েস
D জসীমউদ্দীন
Solution
Correct Answer: Option C
সম্পূর্ণ চর্যাপদ প্রথম মুখস্তকারী জাকেরুল ইসলাম কায়েস। তিনি ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। ২০১৪ সালের ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনের এক অনুষ্ঠানে তিনি সম্পূর্ণ চর্যাপদ মুখস্ত পাঠ করেন।