চর্যাপদের কোন পদে অগ্নিকান্ডের প্রতীকে গভীর যোগতত্ত্বের কথা বলা হয়েছে?
A ৪৭নং
B ৪৮নং
C ৪২নং
D ৪৩নং
Solution
Correct Answer: Option A
চর্যাপদের ৪৭ নং পদে অগ্নিকান্ডের প্রতীকে গভীর যোগতত্ত্বের কথা বলা হয়েছে। এটির রচয়িতা ধর্মপা। চর্যায় তাঁর রচিত পদটি বাংলায় রচিত হয়েছে।