A = {1, 2, 3}, B = {2, 4, 6} হলে, A ∪ B = ?
Solution
Correct Answer: Option D
দুটি সেটের সংযোগ (Union, ∪) বলতে ওই সেট দুটির সকল উপাদান নিয়ে গঠিত নতুন একটি সেটকে বোঝায়, যেখানে কোনো উপাদানের পুনরাবৃত্তি হয় না।
সেট A: {1, 2, 3}
সেট B: {2, 4, 6}
A এবং B সেটের সকল উপাদান বের করলে আমরা পাই: 1, 2, 3, 2, 4, 6।
যেহেতু সেটে একই উপাদান একাধিকবার লেখা হয় না, তাই '2' কে একবার লিখব।
সুতরাং, সংযোগ সেটটি হবে A ∪ B = {1, 2, 3, 4, 6}।