মিরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে?

A 16

B 20

C 24

D কোনটিও নয়

Solution

Correct Answer: Option C

অপুর বর্তমান বয়স = ৪ বছর
মীরার বর্তমান বয়স = ৪ × ৪ = ১৬ বছর

ধরি, x বছর পর মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে

x বছর পর,
অপুর বয়স = ৪ + x বছর
মীরার বয়স = ১৬ + x বছর

শর্ত অনুযায়ী,
মীরার বয়স = অপুর বয়সের দ্বিগুণ
সুতরাং,
১৬ + x = ২(৪ + x)
বা, ১৬ + x = ৮ + ২x
বা, ১৬ - ৮ = ২x - x
বা, ৮ = x

মীরার বয়স = ১৬ + ৮ = ২৪ বছর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions