এখানে ১ম ক্ষেত্রে,
মূলধন, P
বার্ষিক মুনাফার হার, r
সময়, n = ১ বছর
চক্রবৃদ্ধি মূলধন, C = ৬৫০০ টাকা
আমরা জানি,
C = P(১+r)n
বা, ৬৫০০ = P(১+r)১
বা, P = ৬৫০০/(১+r)--------(১)
আবার, ২য় ক্ষেত্রে,
মূলধন, P
বার্ষিক মুনাফার হার, r
সময়, n = ২ বছর
চক্রবৃদ্ধি মূলধন, C = ৬৭৬০ টাকা
আমরা জানি,
C = P(১+r)n
বা, ৬৭৬০ = P(১+r)২
বা, P = ৬৭৬০/(১+r)২---------(২)
সুতরাং, ৬৫০০/(১+r) = ৬৭৬০/(১+r)২
বা, ১+r = ৬৭৬০/৬৫০০ = ১.০৪
১ নং -এ বসিয়ে পাই,
সুতরাং মূলধন, P = ৬৫০০/১.০৪ = ৬২৫০