একই হার মুনাফার কোন মূলধনের এক বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে, মূলধন কত?

A ৬০০০

B ৫৬০০

C ৬২৫০

D ৬১০০

Solution

Correct Answer: Option C

এখানে ১ম ক্ষেত্রে,
মূলধন, P
বার্ষিক মুনাফার হার, r
সময়, n = ১ বছর
চক্রবৃদ্ধি মূলধন, C = ৬৫০০ টাকা
আমরা জানি,
C = P(১+r)n
বা, ৬৫০০ = P(১+r)
বা, P = ৬৫০০/(১+r)--------(১)
 
আবার, ২য় ক্ষেত্রে,
মূলধন, P
বার্ষিক মুনাফার হার, r
সময়, n = ২ বছর
চক্রবৃদ্ধি মূলধন, C = ৬৭৬০ টাকা
আমরা জানি,
C = P(১+r)n
বা, ৬৭৬০ = P(১+r)
বা, P = ৬৭৬০/(১+r)---------(২)
 
সুতরাং, ৬৫০০/(১+r) = ৬৭৬০/(১+r)
বা, ১+r = ৬৭৬০/৬৫০০ = ১.০৪

১ নং -এ বসিয়ে পাই,
সুতরাং মূলধন, P = ৬৫০০/১.০৪ = ৬২৫০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions