টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
Solution
Correct Answer: Option C
৫টির ক্রয়মুল্য ১ টাকা
১ " " ১/৫ "
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
" ১ " " " (১২৫/১০০) "
" ১/৫ " " " (১২৫×১)/(১০০×৫) = ১/৪ টাকা
১/৪ টাকায় বিক্রি হয় ১ টি
∴ ১ " " " ৪×১ = ৪ টি