শশিভূষণ দাশগুপ্ত কত সালে নেপাল ও তরাইভূমি থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
A ১৯৬২
B ১৯৬৩
C ১৯৬৪
D ১৯৬৫
Solution
Correct Answer: Option B
শশিভূষণ দাশগুপ্ত ১৯৬৩ সালে নেপাল ও তরাইভূমি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। তাঁর আবিষ্কৃত পদসংখ্যা ২৫০ টি। এর মধ্যে ১০০ টি পদ কলকাতা থেকে প্রকাশের উদ্যোগ নেয়া হলেও শশিভূষণ দাশগুপ্তের আকষ্মিক মৃত্যুর কারণে তা সম্ভব হয় নি। পরবর্তীতে ১৯৮৮ সালে অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এগুলো নবচর্যাপদ নাম দিয়ে সংকলিত ও প্রকাশিত হয়।