তিন বন্ধুর স্কুলে যাওয়ার সময়ের অনুপাত ২ : ৩ : ৪। যদি প্রথম বন্ধুর স্কুলে যাওয়া সময় ১৮ মিনিট হয়, তবে বাকি দুই বন্ধুর স্কুলে পৌঁছাতে কত সময় লাগে?
A ২৭ মিনিট ও ৩৬ মিনিট
B ২৪ মিনিট ও ৩২ মিনিট
C ৩০ মিনিট ও ৪০ মিনিট
D ২০ মিনিট ও ৩৫ মিনিট
Solution
Correct Answer: Option A
প্রথম বন্ধুর স্কুলে যাওয়ার সময় = ১৮ মিনিট
তিন বন্ধুর স্কুলে যাওয়ার সময়ের অনুপাত = ২ : ৩ : ৪
প্রথম বন্ধুর অনুপাতিক ভাগ হল ২।
সুতরাং, অনুপাতের ২ ভাগ = ১৮ মিনিট
তাহলে, অনুপাতের ১ ভাগ = ১৮ / ২ = ৯ মিনিট
দ্বিতীয় বন্ধুর অনুপাতিক ভাগ হল ৩।
দ্বিতীয় বন্ধুর স্কুলে পৌঁছাতে সময় লাগে = ৩ * ৯ মিনিট = ২৭ মিনিট
তৃতীয় বন্ধুর অনুপাতিক ভাগ হল ৪।
তৃতীয় বন্ধুর স্কুলে পৌঁছাতে সময় লাগে = ৪ * ৯ মিনিট = ৩৬ মিনিট
সুতরাং, বাকি দুই বন্ধুর স্কুলে পৌঁছাতে সময় লাগে ২৭ মিনিট ও ৩৬ মিনিট।