ভর বর্ণালী বিক্ষেপণ পদ্ধতি দিয়ে কোন বৈশিষ্ট্য নির্ণয় করা হয়?

A পরমাণুর ভর

B পরমাণুর আকার

C পরমাণুর স্থিতিস্থাপকতা

D পরমাণুর বৈদ্যুতিক প্রবাহ

Solution

Correct Answer: Option A

- পরমাণু এবং অণু এত ক্ষুদ্র যে সেগুলোর প্রকৃত ভর সরাসরি পরিমাপ করা প্রায় অসম্ভব। তাই গবেষকরা পরোক্ষভাবে ভর বর্ণালী বিক্ষেপণ পদ্ধতিতে পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয় করেন।
- এই পদ্ধতিতে পরমাণুকে আয়নাইজ করে, বিশেষভাবে একটি চুম্বকীয় এবং বৈদ্যুতিক ক্ষেত্রের মাধ্যমে বিচ্ছুরণ ঘটিয়ে পরমাণুর ভর-চার্জ অনুপাতে (mass-to-charge ratio) নির্ণয় করা হয়।
- এর মাধ্যমে পরমাণুর ভর সম্পর্কে তথ্য পাওয়া যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions