‘যুদ্ধবিরতি’ শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ?
Solution
Correct Answer: Option B
- যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই তৎপুরুষ সমাস বলে।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যেকোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়।
- পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হইতে, থেকে, চেয়ে ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাই পঞ্চমী তৎপুরুষ সমাস।
- যেমন:
লাইনচ্যুত = লাইন থেকে চ্যুত
যুদ্ধবিরতি = যুদ্ধ হতে বিরতি
স্কুলপালানো = স্কুল থেকে পালানো
মুখভ্রষ্ট = মুখ থেকে ভ্রষ্ট
প্রাণপ্রিয় = প্রাণের চেয়ে প্রিয়।