৬০ থেকে ৭০ এর মধ্যে উপস্থিত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?
Solution
Correct Answer: Option B
৬০ থেকে ৭০ এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তা হলো: ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯। এদের মধ্যে মৌলিক সংখ্যা (যারা ১ ও নিজেকে ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়) হলো: ৬১, ৬৭।
এই দুইটি সংখ্যার যোগফল: ৬১ + ৬৭ = ১২৮।
অতএব সঠিক উত্তর: ১২৮।