7টি ক্রমিক সংখ্যার গড় যদি 33 হয়, তাহলে ঐ সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়টি কী হবে?
Solution
Correct Answer: Option B
ধরি, ৭টি ক্রমিক সংখ্যার গড় = ৩৩
⇒ মোট যোগফল = গড় × সংখ্যা = ৩৩ × ৭ = ২৩১
এবার, ৭টি ক্রমিক সংখ্যা হলে, তাদের মাঝখানের সংখ্যা হবে গড়টি নিজেই (কারণ সংখ্যাগুলো সমান ব্যবধানে ছড়িয়ে থাকে)।
অতএব, সংখ্যাগুলো হবে:
৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬
সবচেয়ে বড় সংখ্যা = ৩৬