A, B, C, D চারটি বর্ণ । বর্ণ চারটি হতে পূনরাবৃত্তি না ঘটিয়ে তিনটি করে বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা নির্ণয় কর।
Solution
Correct Answer: Option D
মোট বর্ণ n=4
প্রতিবারে নিতে হবে 3 টি বর্ণ, r=3
মোট সাজানোর ব্যবস্থা nPr= n!/(n-r)! =4!/(4-3)!=4!/1!=4×3×2×1=24