একটি স্প্রিংকে x পরিমাণ সংকুচিত করতে কৃতকাজ W। যদি স্প্রিংটিকে 2x পরিমাণ সংকুচিত করা হয়, তবে কৃতকাজ কত হবে?
Solution
Correct Answer: Option B
স্প্রিং-এর কৃতকাজের সূত্র:
কৃতকাজ = (1/2) kx²
যেখানে:
k = স্প্রিং ধ্রুবক
x = স্প্রিং-এর সংকোচন
প্রথম ক্ষেত্রে (x সংকোচন):
W = (1/2) × k × x²
দ্বিতীয় ক্ষেত্রে (2x সংকোচন):
নতুন কৃতকাজ = (1/2) × k × (2x)²
= (1/2) × k × 4x²
= 4 × [(1/2) × k × x²]
= 4W
সঠিক উত্তর:
B) 4W