Loading [MathJax]/extensions/tex2jax.js
 
∴সবুজ, ডালিম ও লিংকন তিন ভাই। তাদের পিতা ৬৩০০ টাকা তাদের মধে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের ৩/৫ অংশ এবং ডালিম লিংকনের দিগুণ ঢাকা পায়। লিংকনের টাকার পরিমাণ কত?

A ১৮০০ টাকা

B ৩০০ টাকা

C ১৫০০ টাকা

D ১৬০০ টাকা

Solution

Correct Answer: Option C

মনেকরি, লিংকন পায় = x টাকা।
∴ ডালিম পায় = 2x টাকা। 
∴ সবুজ পায় 2x × 3/5 = 6x/5 টাকা
শর্তমতে,
x + 2x + 6x/5 = 6300
⇒ (5x + 10x + 6x)/5 = 6300
⇒ 21x = 6300 × 5
⇒  x = (6300 × 5)/21
∴ x = 1500 টাকা 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions