সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির পরিমাণ দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

A 600 ও 360

B 400 ও 500

C 300 ও 700

D 800 ও 200

Solution

Correct Answer: Option B

সমকোণী ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৯০ এবং অপর দুইটি কোণের সমষ্টি ৯০ হবে। অর্থাৎ, ৪০ ও ৫০ সূক্ষ্মকোণ দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions