একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২৮ মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
Solution
Correct Answer: Option C
ধরি, a = বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য
সুতরাং পরিসীমা, s = ৪a একক
প্রশ্নমতে, ৪a = ২৮
সুতরাং a = ৭
সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৭×৭ = ৪৯ বর্গ মিটার