ময়ুর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি। তা হলে কতটি ময়ুর আছে?
Correct Answer: Option A
আমরা যদি সবগুলো হরিণ মনে করে, তাহলে ৮০×৪ =৩২০ টি পা।
কিন্তু আমাদের পা আছে ২০০টি, তাহলে বেশি আছে , ৩২০-২০০=১২০টি
ময়ুর এর পা দুইটি করে, তাহলে ১২০/২=৬০টি ময়ুর আছে ৮০টির মধ্যে যা রিপলেস করা যায়।
তাহলে ময়ুর হলে ৬০ টি
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions