Solution
Correct Answer: Option B
- সমাসনিস্পন্ন যে সকল শব্দ সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে অন্য কোন অর্থ প্রদান করে তাকে যোগরূঢ় শব্দ বলে । কয়েকটি যোগরূঢ় শব্দ- পঙ্গজ , রাজপুত, মহাযাত্রা, জলধি, সরোজ প্রভৃতি।
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে,তাকে রুঢ়ি শব্দ বলে। যেমন-হস্তী, গবেষণা, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেহ ইত্যাদি ।