'Margin' শব্দের বাংলা পারিভাষিক প্রতিশব্দ কোনটি?
Solution
Correct Answer: Option C
'Margin' শব্দের অর্থ সাধারণত কোনো কাগজের পৃষ্ঠার চারপাশে থাকা ফাঁকা স্থান বা কোনো বিষয়ের সীমারেখা বোঝায়। বাংলায় এর সঠিক পারিভাষিক অর্থ হলো প্রান্তরেখা, যা কোনো পৃষ্ঠার বা ক্ষেত্রের প্রান্তে থাকা রেখাকে বোঝায়।