রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থে কয়টি কবিতা রয়েছে?

A ৩৯টি

B ৪৫টি

C ৪৭টি

D ৫১টি

Solution

Correct Answer: Option B

- রবীন্দ্রনাথ ঠাকুরের গতিতত্ত্ব বিষয়ক কাব্য 'বলাকা' (১৯১৬)।
- ফরাসী দার্শনিক বার্গস-র তত্ত্ব প্রয়োগ করে তিনি এ কাব্যটি রচনা করেন।
- এ কাব্যে মোট ৪৫টি কবিতা রয়েছে। 
- বিখ্যাত কবিতা 'সবুজের অভিযান', 'শা-জাহান', 'ছবি', শঙ্খ'।
- এটি তিনি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions