চর্যাপদের আবিষ্কারের সময় কোনটি খুঁজে পাওয়া হয়?

A ডাকার্ণব

B গোপালপুর

C কালিদাস

D বনভঙ্গ

Solution

Correct Answer: Option A

- ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে "চর্যাচর্যবিনিশ্চয়" নামক পুঁথি আবিষ্কার করেন।
- এই পুঁথির সঙ্গে আরও দুটি গ্রন্থ পাওয়া যায়, সেগুলো হলো "ডাকার্ণব" এবং "দোহাকোষ"।
- এই তিনটি গ্রন্থ একত্রে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে "হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা" নামে প্রকাশিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions