Solution
Correct Answer: Option D
২ = ২ × ১
৪ = ২ × ২
৮ = ৪ × ২ = ২ × ২ × ২
৯ = ৩ × ৩
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
সুতরাং, ২ মৌলিক সংখ্যা।